সরকারি চাকুরি

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ

5/5 - (2 votes)

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BGB civil job circular

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২– BGB civil job circular 2022: বেসামরিক ৩৬ টি পদে ৩০৫ জনকে নিয়োগ প্রকাশ করেছে বিজিবি। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করত টেলিটক প্রিপেইড মােবাইল হতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিষ্টেশন (Registration) করতে আহ্বান করা যাচ্ছে।আবেদনের শেষ তারিখ ০৭ ডিসেম্বর, ২০২২পর্যন্ত।

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ ২০২২

বেসামরিক পদে বিজিবি-তে বিজ্ঞপ্তি ২০২২ বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করত টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন (Registration) করতে আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামসকল জেলা
প্রতিষ্ঠানের দাতা নামবর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি
ওয়েবসাইটhttps://www.bgb.gov.bd
পদ সংখ্যা৩৬
খালি পদ৩০৫ টি
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম/এসএসসি/এইচএসসি/স্নাতক
আবেদনের শুরু তারিখ২৮ নভেম্বর, ২০২
আবেদনের শেষ তারিখ০৭ ডিসেম্বর ২০২
আবেদনের মাধ্যমএসএমএসে মাধ্যমে

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পদ বিদ্যমান:

পদের নামঃ ইমাম/ আরটি (পুরুষ)
পদ সংখ্যাঃ ৩ টি।
যোগ্যতাঃ ফাজিল পাস।
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ অফিস সহকারি (পুরুষ)
পদ সংখ্যাঃ ১৯ টি
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ মিড ওয়াইফাই (মহিলা)
পদ সংখ্যাঃ ৪ টি।
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ সহকারি ওবিএম ড্রাইভার (পুরুষ)
পদ সংখ্যাঃ ৯ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ গ্রীজার (পুরুষ)
পদ সংখ্যাঃ ৬ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড (পুরুষ)
পদ সংখ্যাঃ ৯ টি।
যোগ্যতাঃ কম্পিউটার/ ইলেক্ট্রনিক্স দিপ্লোমা পাস।
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড (পুরুষ)
পদ সংখ্যাঃ ২৭ টি।
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ সহকারি কিউরেটর (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ ড্রাফটম্যান (পুরুষ)
পদ সংখ্যাঃ ১৭ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ বয়লার অপারেটর (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮৮০০-২১৩১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ এসি মেকানিক (পুরুষ)
পদ সংখ্যাঃ ৩ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮৮০০-২১৩১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ সহকারি ইএম টেকনিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ সহকারি আইএম টেকনিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ সহকারি ভিএম (যানবাহন মেকানিক) (পুরুষ)
পদ সংখ্যাঃ ৩ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ ইলেকট্রিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ৬৪ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ কম্পাউন্ডার কাম ড্রেসার (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ ক্যাটালগার (পুরুষ)
পদ সংখ্যাঃ ২ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ ইলেক্ট্রো মেডিকেল টেকনিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮৮০০-২১৩১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ যানবাহন চালক (পুরুষ)
পদ সংখ্যাঃ ৪ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ যানবাহন চালক (ল্যান্সনায়েক সমমান) (পুরুষ)
পদ সংখ্যাঃ ৩ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ যানবাহন চালক (সিপাহী সমমান) (পুরুষ)
পদ সংখ্যাঃ ৩ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ জলযান মেকানিক (পুরুষ)
পদ সংখ্যাঃ ২ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ সহকারি ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ)
পদ সংখ্যাঃ ৩ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ ইউ এস এম (পুরুষ)
পদ সংখ্যাঃ ৫ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ ওয়েল্ডার (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।

পদের নামঃ টেইলর (পুরুষ)
পদ সংখ্যাঃ ২ টি
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮৮০০-২১৩১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ পেইন্টার (পুরুষ)
পদ সংখ্যাঃ ২ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ কার্পেন্টার (পুরুষ)
পদ সংখ্যাঃ ৩ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ প্লাম্বার (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮৮০০-২১৩১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ ফিটার গ্যাস (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮৮০০-২১৩১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ বুট মেকার (পুরুষ)
পদ সংখ্যাঃ ৫ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮৮০০-২১৩১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ অফিস সহায়ক (পুরুষ)
পদ সংখ্যাঃ ৬ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ ওয়ার্ড বয় (পুরুষ)
পদ সংখ্যাঃ ১ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ বাবুর্চি (পুরুষ)
পদ সংখ্যাঃ ৬৩ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ মালি (পুরুষ)
পদ সংখ্যাঃ ১০ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা (অন্যান্য সুবিধা)।

পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)
পদ সংখ্যাঃ ১৬ টি।
যোগ্যতাঃ জেএসসি/ সমমান ডিগ্রী।
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা (অন্যান্য সুবিধা)।

  • আবেদনের শুরু তারিখঃ২৮ নভেম্বর, ২০২২
  • আবেদনের শেষ তারিখঃ০৭ ডিসেম্বর ২০২২
  • আবেদন নিয়মঃএসএমএসে মাধ্যমে

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পুরুষ প্রার্থীদের জন্য– (যোগ্যতা)

  • উচ্চতা- ১.৫২৪ মিটার (৫ ফুট ০০ ইঞ্চি),
    • ওজন- ৪৮.৬৩ কেজি
    • বুক- স্বাভাবিক – (৩২ ইঞ্চি) এবং প্রসারণ – (৩৪ ইঞ্চি)

মহিলা প্রার্থীদের জন্য– (যোগ্যতা)

  • উচ্চতা- ১.৪২২ মিটার (৪ ফুট ৮ ইঞ্চি),
    • ওজন- ৩৬ কেজি (১০৪ পাউন্ড)
    • বুক- স্বাভাবিক- (৩০ ইঞ্চি) এবং প্রসারণ – (৩২ ইঞ্চি)

উপজাতীয় প্রার্থীদের জন্য (যোগ্যতা)

  • পুরুষ: উচ্চতা- ১.৬৭৬ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং মহিলা: উচ্চতা-১.৫২৪মিটার (৫ ফুট ০ ইঞ্চি)
    • পুরুষ: ওজন- ৪৭.১৭৩ কিলোগ্রাম (১০৪ পাউন্ড) মহিলা: ওজন- ৪৩.১৭৩ কেজি (৯৬ পাউন্ড)

দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বয়স:  সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ০১-৭-২০২২ তারিখে ব্যাস ১৮ হতে ৩০ বছর (জন্ম তারিখ ০২-৭-১৯৯২ হতে ০১-৭-২০০৪ এর মধ্যে হতে হবে) মুসান/মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে ০১-৭-২০২২ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর (জন্ম তারিখ ০২-৭-১৯৯০ হতে ০১-৭-২০০৪ এর মধ্যে হতে হবে। উল্লেখ্য, ব্যাস গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত

ভর্তির স্থান তারিখঃ রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।

রেজিস্ট্রেশনের নিয়মঃ
বিজ্ঞপ্তির ক্রমিক ১, ৩ ও ৪ অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ যে কোন টেলিটক মােবাইল ফোন হতে নিম্নবর্ণিত Trade Code, SSC Board Code, Home District Code, Upazilla Name, Freedom Fighter Code ২১ এপ্রিল ২০২২ তারিখ ১০০০ ঘটিকা হতে ৩০ এপ্রিল ২০২২ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত ইংরেজিতে এসএমএস (SMS) মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।

প্রথমে মােবাইলের মেসেজ অপশনে গিয়ে
BGB<space>HSC PASS YEAR<space>HSC Board Keyword<space>HSC Roll<space>SSC Pass Year<space>SSC Board Keyword<space>SSC
Roll<spaces>Home District Code<space-Upazilla Name পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রত্যক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

এসএমএসে পাঠানাে তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন  (PIN)  প্রাপ্ত পিন নম্বরসহ
BGB<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস পাঠানাের সময় মােবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মােট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে।

আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস পাঠানাে হবে।রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষণ করতে হবে। এসএমএস সংক্রান্ত বিষয়ে জানার জন্য যেকোন মােবাইল থেকে ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে ফোন করে অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।

BGB Civil Job Circular 2022

 

4 thoughts on “বেসামরিক পদে বিজিবি-তে নিয়োগ

  • Cool. I spent a long time looking for relevant content and found that your article gave me new ideas, which is very helpful for my research. I think my thesis can be completed more smoothly. Thank you.

    Reply
  • Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

    Reply
  • Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *