স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | LGD New Job Circular 2025

Published On: October 11, 2025
Follow Us

স্থানীয় সরকার বিভাগ (Local Government Division – LGD) কর্তৃপক্ষ হতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে ১২ অক্টোবর ২০২৫ ইং তারিখে জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ০৩টি পদ ক্যাটাগরিতে ১৫ জন যোগ্য নারী ও পুরুষ প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদের অবশ্যই সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে https://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার সময় শিক্ষাগত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে।

LGD Job Circular 2025 – গুরুত্বপূর্ণ তারিখ

প্রকাশের তারিখআবেদন শুরুর সময়আবেদন শেষের সময়
১২ অক্টোবর ২০২৫১৫ অক্টোবর ২০২৫ সকাল ১০:০০ টা১৪ নভেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টা

মোট শূন্য পদের বিবরণ

স্থানীয় সরকার বিভাগ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৩টি ভিন্ন পদে ১৫ জন প্রার্থী নিয়োগ করবে।

  • ক্যাটাগরি সংখ্যা: ০৩ টি
  • মোট পদ: ১৫ টি
  •  চাকরির ধরন: স্থায়ী সরকারি চাকরি

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী

  • শুধুমাত্র বাংলাদেশী নাগরিক হতে হবে
  • বয়সসীমা ১৫ অক্টোবর ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর
  • পুরুষ ও নারী উভয়ই আবেদন করতে পারবেন
  • কিছু পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক, কিছু পদে অভিজ্ঞতা লাগবে না
  • স্নাতক / সমমান পাস আবশ্যক (পদভেদে আলাদা যোগ্যতা প্রযোজ্য)

আবেদন ফি কত?

আবেদনকারীর ধরনফি (টাকা)পেমেন্ট পদ্ধতি
সাধারণ প্রার্থী১১২/- (১০০ + ১২ চার্জ)টেলিটক প্রিপেইড মোবাইল থেকে SMS
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী / প্রতিবন্ধী / তৃতীয় লিঙ্গ৫৬/- (৫০ + ০৬ চার্জ)একই পদ্ধতি

অনলাইন ফরম সাবমিট করার পর ৭২ ঘন্টার মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

Local Government Division Job Circular 2025 – সারসংক্ষেপ

শিরোনামতথ্য
নিয়োগকর্তাস্থানীয় সরকার বিভাগ (LGD)
চাকরির ধরনসরকারি
চাকরির প্রকৃতিস্থায়ী
পদ সংখ্যা১৫ জন
ক্যাটাগরি০৩ টি
বেতন স্কেল৯,৩০০/- থেকে ২৪,৬৮০/- টাকা
বয়স সীমা১৮-৩২ বছর
আবেদন মাধ্যমঅনলাইন (https://lgd.teletalk.com.bd)
অফিসিয়াল ওয়েবসাইটhttps://lgd.gov.bd

অফিসিয়াল ইমেজ/PDF

চাকরির পদভিত্তিক বেতন, আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলী ও সম্পূর্ণ নিয়মাবলী জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ইমেজ অবশ্যই ভালোভাবে পড়ে নিন।

admin

Welcome to Job News 24, your trusted source for up-to-the-minute news and insights on the job market. We provide you with the latest updates on job openings, career tips, and employment trends. Whether you're a job seeker, recruiter, or career enthusiast, Job News 24 is your go-to destination for staying informed and making informed career decisions.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment