
বাংলাদেশ নৌবাহিনী ২০২৬ সালের অফিসার ক্যাডেট ব্যাচ (দ্বিতীয় গ্রুপ)-এ জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীসহ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
পদের নাম
অফিসার ক্যাডেট (Officer Cadet) Click here to go Bangladesh nevy website >>
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান বিভাগ (জাতীয় শিক্ষা বোর্ড)
- এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার যেকোনো একটিতে ন্যূনতম GPA 5.00
- অন্যটিতে ন্যূনতম GPA 4.50
- উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বাধ্যতামূলক
ইংরেজি মাধ্যম
- O-Level: ৬ বিষয়ের মধ্যে কমপক্ষে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড
- A-Level: ১টিতে A গ্রেড, বাকি ২টিতে B গ্রেড
- উভয় পরীক্ষায় Physics ও Mathematics থাকতে হবে
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন
বয়সসীমা (০১ জুলাই ২০২৬ তারিখে)
প্রার্থী | ন্যূনতম বয়স | সর্বোচ্চ বয়স |
এইচএসসি উত্তীর্ণ | ১৬ বছর ৬ মাস | ২১ বছর |
স্নাতক (Bachelor) | ১৮ বছর | ২৩ বছর |
শারীরিক যোগ্যতা
বিষয় | পুরুষ | নারী |
উচ্চতা | ন্যূনতম ১.৬৩ মিটার (৫′৪″) | ন্যূনতম ১.৬০ মিটার (৫′৩″) |
বুকের মাপ | ৩০″-৩২″ | ২৮″-৩০″ |
দৃষ্টি | ৬/৬ (LASIK/PRK/SMILE Allowed নয়) | ৬/৬ |
বেতন ও সুবিধা
- প্রশিক্ষণকালীন নিয়মিত ভাতা প্রদান
- প্রশিক্ষণ শেষে অফিসার পদে যোগদান সাপেক্ষে সরকারি বেতন স্কেল + ভাতা + চিকিৎসা, বাসস্থান, রেশনসহ আরও নানা সুবিধা
আবেদন করার নিয়ম
- নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন
- “APPLY NOW” বাটনে ক্লিক করুন
- Personal Information Form ও Commission Form Commission-1A সঠিকভাবে পূরণ করুন
- পেমেন্ট সম্পন্ন করে Tracking Number দিয়ে লগইন করুন
আবেদন ফি
- ৭০০ টাকা
- মোবাইল ব্যাংকিং / ব্যাংক কার্ড / অনলাইন পেমেন্টে জমা দেওয়া যাবে
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
কার্যক্রম | তারিখ |
আবেদন শুরুর তারিখ | ১ অক্টোবর ২০২৫ |
আবেদনের শেষ তারিখ | ১৬ নভেম্বর ২০২৫ |
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার | ২৬ নভেম্বর – ৫ ডিসেম্বর ২০২৫ |
লিখিত পরীক্ষা | ১২ ডিসেম্বর ২০২৫ |
ফাইনাল মেডিকেল ও সিলেকশন | ১৮ – ২৮ জানুয়ারি ২০২৬ |
যোগদানের সম্ভাব্য সময় | ২১ জুলাই ২০২৬ |
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- প্রার্থীর উচ্চতা ও ওজন অবশ্যই নির্ধারিত মান অনুযায়ী হতে হবে
- পূর্বে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না
- ভুয়া তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে
- পরীক্ষার দিনে প্রিন্ট করা প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে
- যারা দেশের সশস্ত্র বাহিনীতে গৌরবময় ক্যারিয়ার গড়তে চান, বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদ হতে পারে আপনার প্রথম পদক্ষেপ। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকুন, এখনই অনলাইনে আবেদন করুন।